শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬

Filled Under:

ইসলামী এবং দেশের গানের লিরিক

                                  

পৃথিবী না জানুক, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চাই, তীর হারা ঐ ঢেউয়ের সাগর, মা যে দশ মাস দশ দিন, কালা কোকিল রে কার নামে তুই, আমার মায়ের কথা শুধু মনের পড়ে।


পৃথিবী না জানুক আমি তো জানি 


পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায়                              
আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায়,
দয়াময় তুমি- মাপ কর আমায়                                                               
জেনে না জেনে কত যে আমি করেছি পাপ                                                                    
কত বার যে করেছি তওবা কত যে অনুতাপ                                                                 
দু'দিনে আবার সব ভুলে আমি 
মোজে গেছি দুনিয়ায়।। ঐ                                        
আমার পাপের নাই সীমা নাই তুমি মেহেরবান                                                              
তুমি রহিম তুমি রহমান তুমি দয়াবান                                                                            
আমায় তুমি কর গো মাফ 
এ গুনাহগার এই শুধু চায় ঐ 



আমার মায়ের কথা শুধু মনে পড়ে

মা গো- মা গোমা গো ....
আমার মায়ের কথা শুধু মনে পড়ে/                                
মা যে আমার কেমন আছে দূরের মাটির ঘরে।।  ঐ                               
 কেমন আছে ছোট্টনদী টুকু
কেমন মিষ্টি আমার খুকু                            
কত ফুল যে ঝোরে পড়ে - কালবৈশাখীর ঝড়ে ঐ                                
পুবের মাঠে কেমন হল ধান
ভোরের পাখি কেমন করে গান                                  
কেমন আছে পেয়ারা পাতা-ফুল 
ওড়ে নাকি খুকির এলো চুল                                   
নদীর চরে ওরে নাকি বালু
মাঠে মাঠে হয় কী রাঙ্গাআলু                               
মা কি এখন সিরনী রাধে সে সব মনে পড়ে।। ঐ  


কালা কোকিল রে-  

কালা কোকিল রে
কার নামে তুই ডাকিস গাছের ডালে                                   
গানের  সূরে দয়ার নবীর
কথা কি যাস বলেরে                                           
তোর গানেরি মধুর সুরে পরান উইরা যায়                                                              
মন টা আমার চায় যেতে চায়- নবীর মদিনায়
হায়রে নবীর মদিনায়  রওজা জিয়ারতের আশা যাবে কি বিফলেঐ                                                            
দিবানিশি তুই আমারে গান শুনাইয়া যাস                                             
তোর গানেতে পরান আমার- কান্দে বার মাস
হায়রে কান্দে বার মাস                                
কেমনে যাব নবীর দেশে আমায় দে তুই বলে।। ঐ 


তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে  

গীতিকার ও সুরকারঃ আপেল মাহমুদ                                                             
তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে  (২বার)                                   
আমরা কয়জন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে।।    ঐ                              
জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে/                                     
জীবনের স্বাদ নাহি পাই, (ও ও ও )  ২বার                                                   
 ঘর বাড়ি ঠিকানা নাই,দিন রাত্রি জানা নাই,চলার সীমানা সঠিক নাই                                  
জানি শুধু চলতে হবে এ তরী বাইতে হবে (২বার) /                                          
আমি যে সাগর মাঝি রে ঐ                                                                    
জীবনের রঙে মন কে টানে না,ফুলের ঐ গন্ধ কেমন জানি না, জানি না/   
জোসনার দৃশ্য চোখে পড়ে না,না না না তাঁরা তো ভুলে কবু ডাকে না (২বার)     
বৈশাখেরও রুদ্ধ ঝরে আকাশ যখন ভেঙে পড়ে                                                  
ছেড়া পাল আরও ছিরে যায় (ও ও ও) ২বার                                                         
হাতছানি দেয় বিদ্যুৎ আমায়, হটাত কে যে শঙ্ক শোনায়                                      
দেখি ঐ ভোরের পাখি গায়                                                                    
তবু তরী বায়তে হবে, খেয়া পার দিতেই হবে যতই ঝর উঠুক সাগরে।। ঐ  



ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় 

কথা ও সুর: আব্দুল লতিফ
ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়  (২বার)
ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায়
ওরা কথায় কথায় শিকল পড়ায় আমাদেরই হাতে পায়
কইত যাহা আমার দাদায় কইছে তাহা আমার বাবায় (২বার)
এখন কও দেখি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায়
সইমু না আর সইমু না, অন্য কথা কইমু না /                                                 
যায় যদি ভাই দিমু স্বাদের জানআহা যায় যদি ভাই দিমু স্বাদের জান
এই জানের বদল রাখমু রে ভাই বাপ দাদার জবানের দাম
যে শুইনাছে আমার দেশের গাও গেরামের গান/                                
নানান রঙে নানান রসে ভইরাছে তার প্রাণ (২বার)
যপ-কীর্তন, ভাসান-জারি, গাজীর গীত আর কবি সারি  ২বার
আমার এই বাংলাদেশের বয়াতিরা নাইচা নাইচা কেমন গায়  (২বার) ঐ  



মোরা একটি ফুল কে বাঁচাব বলে যুদ্ধ করি 

মোরা একটি ফুল কে বাঁচাব বলে যুদ্ধ করি                               
মোরা একটি মুখের হাসির জন্য অশ্র ধরি ।।                                         
যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা                                           
যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা                              
যে দেশের নীল অম্বরে মন মেলছে পাখা                                       
সারা টি জনম  সে মাটির দানে বক্ষ ভরি।। ঐ                                   
মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি                                  
মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি                                           
মোরা একখানা ভাল ছবির জন্য যুদ্ধ করি                                       
মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি।। ঐ                                        
যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে                                     
যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভোলে                                          
যে গৃহে কপত সুখ স্বর্গের দুয়ার খোলে                                           
সে শান্তির শিবির বাঁচাতে শপথ করি ঐ 



এই রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ 

এই রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে  আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ
তোর সোনা দানা বালাখানা সব রাহে লিল্লাহ
দে জাকাত মুরদা মুসলিমের আজ ভাঙ্গাইতে নিঁদ।।
আজ পড়বি ইদের নামাজ রে মন সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজি মুসলিম হয়েছে শহীদ
আজ ভুলে যা তোর দোস্ত ও দুশমন হাত মিলাও হাতে
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।।
ঢাল হৃদয়ের তোর তশতরীতে শিরনি তৌহিদের

তোর দাওয়াত কবুল করবে হজরত হয় মনে উম্মিদ।।  
                                                                    

মা যে দশ মাস দশ দিন

কথা ও সূরঃ আমিনুল মোমেনিন মানিক 
মা যে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া
করেছেন আমদের ঋণী
গায়ের ও চামড়া কাটিয়া দিলে
সেই ঋণ শোধ হবে না জানি ।।
কত দিন দেখি না মায়ের ঐ চাঁদ মুখ  (২বার) কষ্টে হৃদয় পোরে
পিঠা পুলী বানাইয়া / পায়েস ও রান্দিয়া মা অপেক্ষা করে
হাজারো ব্যাস্ততা অবসর পাই কোথা  (২বার)
তাই তো   যায় না হওয়া গায়ের বাড়িতে ।। 
চিঠি লেখে ছোট বোন টেলিফোন করে (২বার)
অসুখ টা যাচ্ছে মায়ের বেড়ে
বিষণ জ্বরের ঘোরে মা কাইন্দা বলে
ভুইলা কি গেছস মোরে
কত ছেলে বাড়ি যায়... (২বার)
আমার না কাজ ফুরায়
যাব বলি তবু বাড়ি হয় না যাওয়া রে  
হটাত একদিন রাত্র দুপুরে একটা খবর এলো
সব কিছু আছে আগেরি মতই
মা হারিয়ে গেল
এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া  (২বার)
তাইতো কষ্টে হৃদয় গোমরে মরে
মা গো মা গো                                                                                    
মা গো দুঃখিনী মা 

1 মন্তব্য(গুলি):

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

About

About Me

মোট দর্শক

ফেসবুকে আমরা