শনিবার, ৩১ আগস্ট, ২০১৯

বাংলা গানের লিরিক্সঃ এত শহীদ রক্ত ঢালে

গানের লিরিক্সঃ এত শহীদ রক্ত ঢালে

মতিউর রহমান মল্লিক

এত শহীদ রক্ত ঢালে
তবু কেন তোমার বিবেক কথা বলে না?এত চোখের অশ্রু ঝরে
তবু কেন তোমার পাষাণ হৃদয় গলে না?
এত জুলুম চতুর্দিকে
থাবা ফেলে প্রতিদিন
মজলুমানের লগ্ন ফুরায়
শোক বিহবল স্বপ্নহীন
এই আশায় কালবেলাতে
তবু কেন তোমার ঈমান
দ্বিগুন জ্বলে না?
কোন ভয়ানক ঘুমের ঘোরে
তোমার সময় কাটছে আজ
অথচ হায় হাজার দুশমন
আঙ্গিনাতে হাটছে আজ
শান্তিপ্রিয় মানুষ যখন
স্বস্তিহারা শংকাকুল
তখনো কি দৃষ্টি তোমার
অন্ধকারে বদ্ধমুল?তখনো কি আলোর দিকে
দুঃসাহসে তোমার দীপ্ত
কদম চলে না?



কোন সাহসে চাও নেভাতে

কোন সাহসে চাও নেভাতে

মতিউর রহমান মল্লিক

কোন সাহসে চাও নেভাতে অগ্নিগিরি বলো,চোখ রাঙ্গিয়ে যায় কি রোখা জোয়ার টলোমলো!
বৈশাখী ঝড় পাগল পারা বাধন হারা
ভ্রূক্ষেপহীন আগল ভাঙ্গা রুদ্র রাঙ্গা 
চলার ধাঁধায় বাঁধায় বাঁধায়
তারপরে সে ঝঞ্ঝা হলো 
মৃত্যুকে যে কঠিন হৃদয় করল বিজয়
অমর হবার হাতছানি পায়হাতছানি দেয় !
তারে আবার ভয় দেখাবার
সুযোগ কোথায় তুমি বলো 

গানের লিরিক্সঃ সে কোন বন্ধু বল বেশী বিশ্বস্ত

সে কোন বন্ধু বল বেশী বিশ্বস্ত

মতিউর রহমান মল্লিক

সে কোন বন্ধু বল বেশী বিশ্বস্ত
কার কাছে মন খুলে দেওয়া যায়
কার কাছে সব কথা বলা যায়
হওয়া যায় বেশী আশ্বস্ত
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।
যে জন কখনো ব্যাথা দিতে জানেনা
যে জন কেবলই মুছে দেয় বেদনা
হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর
কার বুক এত প্রশ্বস্ত
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।
মহানবী বলে তারে কেউ বা ডাকে
আমি ডাকি প্রিয়তম
সে আমার ধ্যান ভালাবাসা প্রেম
মধুময় মনোহর স্বপ্ন সমর
যে জন করুণার অনুপম উপমা
যার মত মরমী/দরদী কোথায় আর মিলেনা
জীবনের আঙ্গিনায় আবাদ করে দিতে আর
কার বুক এত প্রশ্বস্ত
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

About

About Me

মোট দর্শক

ফেসবুকে আমরা