মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯

Filled Under:

মতিউর রহমান মল্লিক

ইসলামী গানের কথা / গানের লিরিক্সঃ 


ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপথিক। ইসলামী গান কবিতায় বাংলাদেশের ইসলামপ্রেমী সাংস্কৃতিক অঙ্গনে প্রিয় নাম মতিউর রহমান মল্লিক। তিনি রচনা করেছেন অসংখ্য গান ও কবিতা।
প্রিয় মল্লিকের কিছু গানের লিরিক্স নিন্মে দেওয়া হলো।





     1)       

হে খোদা মোর হৃদয় হতে

মতিউর রহমান মল্লিক

হে খোদা মোর হৃদয় হতে
দূর করে দাও সকল বেদনা
সকল ভাবনা
দূর করে দাও সব যন্ত্রনা
সকল যাতনা
তুমি ছাড়া কেউ যেন আর
জায়গা না পায় লুকিয়ে থাকার
এই অন্তরে এই পরানে
তুমি কামনা
হে খোদা মোর হৃদয় হতে
দূর করে দাও সকল বেদনা
সকল ভাবনা
আলেয়া সব আলো তো নয়
মিথ্যা অমানিশা
খাঁটি প্রেমের তুমি আঁধার
আর সকলই বৃথা
তোমার প্রেমে হয়ে পাগল
দুই নয়নে নামিয়ে বাদল
তোমার প্রেমে হয়ে পাগল
দুই নয়নে নামিয়ে বাদল
যায় ভাসিয়ে
যেন আমি দহন বেদনা
হে খোদা মোর হৃদয় হতে
দূর করে দাও সকল বেদনা
সকল ভাবনা
দূর করে দাও সব যন্ত্রনা
সকল যাতনা
হে খোদা মোর হৃদয় হতে
দূর করে দাও সকল বেদনা
দহন যাতনা  ।।


        2)      

হঠাৎ করে জীবন দেয়া

-মতিউর রহমান মল্লিক

হঠাৎ করে জীবন দেয়া
খুবই সহজ তুমি জানো কি?
কিন্তু তিলে তিলে অসহ জ্বালা সয়ে
খোদারও পথে জীবন দেয়া
নয়ত সহজ তুমি মান কি?
আবেগ সেতো হঠাৎ আগুন
একটু তাপেই জ্বলবে দিগুন
সেই আবেগে গুলির মুখে
বক্ষ পেতে দেয়া যেতেই পারে
কিন্তু বিবেক দিয়ে কঠিন শপথ নিয়ে
খোদার রঙে জীবন রাঙানো
নয়তো সহজ তুমি মান কি?

     3)      

রহমত বরকত মাগফিরাতের

-মতিউর রহমান মল্লিক

রহমত বরকত মাগফিরাতের
এই মাহে রমজান
সৃষ্টির তরে স্রষ্টার এযে
শ্রেষ্ঠ অবদান।।
শারদুল হতে দ্বীনের পথে
আল্লাহর ইশকের মজনু হতে
সুযগ সুমহান।।
রমজান হলো ঢালের মতো
রুখবে বিপদ আপদ যত
শক্তি অফুরান।।
রমজান সে্তো খোদার তরে
পুরস্কার অকাতরে
দেবেন রহমান।।
যাকাত যেমন সব জিনিসের
রোজা তেমন যাকাত দেহের
রাসুলের ফরমান।।


      4)       

এসো না আল্লাহর নামে গান গাই

-মতিউর রহমান মল্লিক

এসোনা আল্লাহর নামে গান গাই
এসোনা মন প্রান জুড়াই
আল্লাহু আকবর বল আল্লাহু আকবর।।
মধুর নামটি নিলে হৃদয় হাসে
মধুর নামে সুখ নেমে আসে
নামের তুলনা হবে না হবে না
তুলনা নাই নাই নাই।।
যে নামে ইব্রাহিমের আগুন হল পানি
ডাকার মতো ডাকলে আজো
সাড়া দিবেন তিনি রে মন সাড়া দিবেন তিনি।।
মধুর নামটি মিটায় হতাশার জ্বালা
গলেতে পরো নামের মালা
নামের তুলনা মেলেনা মেলেনা
তুলনা নাই নাই নাই।।


     5)      

ঈদের খুশী অপূর্ণ রয়ে যাবে

-মতিউর রহমান মল্লিক

ঈদের খুশী অপূর্ণ রয়ে যাবে ততদিন
খোদার হুকুমাত হবে না কায়েম
কায়েম হবে না যতদিন।।
যেখানে মানুষ অধিকার হারা
যেখানে জীবন দুখে শকে ভরা
সেখানে আকাশে ঈদের চাঁদ
মেঘেই ঢাকা যা চিরদিন।।
যেখানে জুলুম সীমা ছেড়ে যায়
কুফুরী বাতিল শুধু বেড়ে যায়
সেখানে মানুষের হৃদ্যাবেগ
থাকেনা থাকেনা অমলিন।।
যেখানে যখন কোরানের বিধি
হয়েছে ন্যায়ের চির প্রতিনিধি
সেখানে অনিশেষ খুশীর আমেজ
পেয়েছে জনতা চিরদিন।।


     6)      

তালা আল বাদরু আলাইনা

-মতিউর রহমান মল্লিক

তলা আল বাদরু আলাইনা
মিনছানিইয়া তিল বিদায়ী
অজাবাস শুক্রু আলাইনা
মাদাআ লিল্লাহিদা।।
রাতের আঁধার কেটে কেটে
আকাশে চাঁদ উঠলো
সারা জাহানের দিগবিদিকে
আলোর ধারা ছুটলো ঐ।।
পাহাড় ঝর্ণা নদী সাগর সেই আলোতে হাসছে
সেই আলোতে নিখিল ভূবন আকুল হয়ে ভাসছে।।
মানবতার বন্ধু তিনি
রহমাতুল্লিল আলামীন
তাইতো শুকুর আদায় করে
কুল মাখলুকাত নিশিদিন।।


7)       

আজকে আমার প্রান সাগরে

-মতিউর রহমান মল্লিক

আজকে আমার প্রান সাগরে
আল্লাহ নামের নূর
উথাল পাথাল ঢেউ তুলেছে
যেন পাহাড় তুর।।
আজকে আমার লাগছে ভীষন ভালো
নয়ন ভরে অশ্রু দিলো মনের সকল কালো
মরণ মাঝে জনম নেবার
একোন নিবিড় সুর।।
হারিয়ে যাবার ডাক শুনেছি উদাস বাউল মাঠে
ওরে বেহুঁশ ওরে বেভোল আয়রে তরা ঘাটে।
ওকোন ছবি আঁকা আকাশ নীলে
মন মানে না যায় উড়ে সে শাপলা শালুর ঝিলে
আপনাতে ভাই আপনি পাগল
আমার অচিন পুর।।

    8)      

টিক টিক টিক টিক যে ঘড়িটা

-মতিউর রহমান মল্লিক

টিক টিক টিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে
কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ।।
ঝকঝক ফকফক করে যদ্দিন ঘড়ি চেহারা
তদ্দিন তারে কিনতে চায় যে খরিদ দারেরা
সময় মত সময় দিলে সব খানে বিরাজে ।।
চকচক তকতক জীবন ঘড়ি করে যতদিন
দাম খাকে তার সবার কাছে বদ্ধু তত দিন
মনের মধুরি মিশিয়ে সাজায় নানান সাজে ।।
হায় হায় হায় হায় আসল ঘড়ির অর্থ বুঝলাম না
সময় থাকতে সময়ের মূল অর্থ খুজলাম না
খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে
যায় যায় যায় যায় দিন চলে যায় কোরান পড়লাম না
কত নোভেল পড়লাম নাটক পড়লাম হাদিস ধরলাম না
সত্যি কারের খাটি মুমিন মুসলিম হলাম না যে ।।


    9)      
সে কোন বন্ধু বল বেশী বিশ্বস্ত

-মতিউর রহমান মল্লিক

সে কোন বন্ধু বল বেশী বিশ্বস্ত
কার কাছে মন খুলে দেওয়া যায়
কার কাছে সব কথা বলা যায়
হওয়া যায় বেশী আশ্বস্ত
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।
যে জন কখনো ব্যাথা দিতে জানেনা
যে জন কেবলই মুছে দেয় বেদনা
হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর
কার বুক এত প্রশ্বস্ত
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।
মহানবী বলে তারে কেউ বা ডাকে
আমি ডাকি প্রিয়তম
সে আমার ধ্যান ভালাবাসা প্রেম
মধুময় মনোহর স্বপ্ন সমর
যে জন করুণার অনুপম উপমা
যার মত মরমী/দরদী কোথায় আর মিলেনা
জীবনের আঙ্গিনায় আবাদ করে দিতে আর
কার বুক এত প্রশ্বস্ত
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।


    10)   

শত্রুরা হাত বসে

-মতিউর রহমান মল্লিক

শত্ররা হাত বসে পরাজিত ক্ষোভে রসে
হতাশার আঁখি লরে ভাসছে, সে ভাসবেই ভাসবেই ভাসবে।
নাস্তিকতার দিন হয়েছে বিলিন,
শ্বেত ভল্লুক তার দেহ প্রাণহীন।
দ্বীন আসে বিজয়ের, দ্বীন আসে কোরানের,
সেই সুখে সারাদেশ হাসছে
হাসবেই হাসবেই হাসবে।
মরণের ভয়ে আজ থর থর কাঁপে
সব আযাযিল আর সব শয়তান,
ভেঙ্গে পড়ে অবশেষে কুফরী বাতিলের
সমস্ত আস্তানা সব জিন্দান।
মজলুমানের মিলিত মিছিল,
পায় সন্ধান নব হেরার নিখিল।
শোষকের পতনে দ্বীন আসে দুচোখে
তৌহিদী জনগন জাগছে
সে জাগবেই জাগবেই জাগবে।
কথাঃ মতিউর রহমান মল্লিক
সুরঃ হাসিনুর রব মানু
এলবামঃ শিহরণ
প্রত্যয় শিল্পী গোষ্ঠী


     11)    

কোন সাহসে চাও নেভাতে

-মতিউর রহমান মল্লিক

কোন সাহসে চাও নেভাতে অগ্নিগিরি বলো,
চোখ রাঙ্গিয়ে যায় কি রোখা জোয়ার টলোমলো!
বৈশাখী ঝড় পাগল পারা বাধন হারা
ভ্রূক্ষেপহীন আগল ভাঙ্গা রুদ্র রাঙ্গা
চলার ধাঁধায় বাঁধায় বাঁধায়
তারপরে সে ঝঞ্ঝা হলো
মৃত্যুকে যে কঠিন হৃদয় করল বিজয়
অমর হবার হাতছানি পায়, হাতছানি দেয় !
তারে আবার ভয় দেখাবার
সুযোগ কোথায় তুমি বলো



      12)   

এত শহীদ রক্ত ঢালে

-মতিউর রহমান মল্লিক

এত শহীদ রক্ত ঢালে
তবু কেন তোমার বিবেক কথা বলে না?
এত চোখের অশ্রু ঝরে
তবু কেন তোমার পাষাণ হৃদয় গলে না?
এত জুলুম চতুর্দিকে
থাবা ফেলে প্রতিদিন
মজলুমানের লগ্ন ফুরায়
শোক বিহবল স্বপ্নহীন
এই আশায় কালবেলাতে
তবু কেন তোমার ঈমান
দ্বিগুন জ্বলে না?
কোন ভয়ানক ঘুমের ঘোরে
তোমার সময় কাটছে আজ
অথচ হায় হাজার দুশমন
আঙ্গিনাতে হাটছে আজ
শান্তিপ্রিয় মানুষ যখন
স্বস্তিহারা শংকাকুল
তখনো কি দৃষ্টি তোমার
অন্ধকারে বদ্ধমুল?
তখনো কি আলোর দিকে
দুঃসাহসে তোমার দীপ্ত
কদম চলে না?


     13)   

কথায় কাজে মিল দাও আমার

-মতিউর রহমান মল্লিক

কথায় কাজে মিল দাও আমার রাব্বুল আলামিন
আল জিহাদ ফি সাবিলিল্ললায়
রাখো বিরামহীন।।
মুনাফেকি যা আছে এই জীবন থেকে মোর
দূর করতে দাও দৃঢ় ঈমান তপ্ত আঁখি লোর
চরিত্র দাও বলিষ্ঠতার আমলে ছালেহীন।।
আমার জীবন আমার মরন আমার সুকৃতি
আমার নামাজ এবং আমার সকল প্রস্তুতি
কবুল করে নাও হে প্রভু
গাফুরুর রাহিম।।
পথ পাবার পর আবার যারা ভ্রান্ত হলো হায়
তাদের মত হে দয়াময় করোনা আমায়
চাইনা জীবন বিড়ম্বিত
সান্ত্বনা বিহীন।।
আল জিহাদ ফি সাবিলিল্ললায়
রাখো বিরামহীন।।

      14)    

ঈদের খুশী অপূর্ণ রয়ে যাবে ততদিন

-মতিউর রহমান মল্লিক

ঈদের খুশী অপূর্ণ রয়ে যাবে ততদিন
খোদার হুকুমাত হবে না কায়েম
কায়েম হবে না যতদিন।।
যেখানে মানুষ অধিকার হারা
যেখানে জীবন দুখে শকে ভরা
সেখানে আকাশে ঈদের চাঁদ
মেঘেই ঢাকা যা চিরদিন।।
যেখানে জুলুম সীমা ছেড়ে যায়
কুফুরী বাতিল শুধু বেড়ে যায়
সেখানে মানুষের হৃদ্যাবেগ
থাকেনা থাকেনা অমলিন।।
যেখানে যখন কোরানের বিধি
হয়েছে ন্যায়ের চির প্রতিনিধি
সেখানে অনিশেষ খুশীর আমেজ
পেয়েছে জনতা চিরদিন।।

15)

আমাদের সামনে বাধার পাহাড়

-মতিউর রহমান মল্লিক

আমাদের সামনে বাধার পাহাড়
সাথে বহে টল মল রক্ত নদী
মঞ্জিল দূরে নয় দুঃসাহসে
কদম কদম পথ চলো যদি।।
সংগ্রাম মুখর এই জীবনে
শপথ তপ্ত করে আগুনে
ঈমানের জ্বালা মুখে ঝনঝা এনে
জেহাদের মাঠে চলো সূর্য সাথী।।
তাকবীর দিকে দিকে ছড়িয়ে
বজ্রবর্ম বুকে জড়িয়ে
জীবনের ঘাটে ঘাটে বহ্নি ঢেলে
জেহাদের মাঠে চলো জঙ্গী সাথী


16)

রহমত বরকত মাগফিরাতে

-মতিউর রহমান মল্লিক

রহমত বরকত মাগফিরাতের
এই মাহে রমজান
সৃষ্টির তরে স্রষ্টার এযে
শ্রেষ্ঠ অবদান।।
শারদুল হতে দ্বীনের পথে
আল্লাহর ইশকের মজনু হতে
সুযগ সুমহান।।
রমজান হলো ঢালের মতো
রুখবে বিপদ আপদ যত
শক্তি অফুরান।।
রমজান সে্তো খোদার তরে
পুরস্কার অকাতরে
দেবেন রহমান।।
যাকাত যেমন সব জিনিসের
রোজা তেমন যাকাত দেহের
রাসুলের ফরমান।।


17)

সিদ্দিকে আকবর ইবনে কোহফা

-মতিউর রহমান মল্লিক

সিদ্দিকে আকবন ইবনে কোহাফা
রাসুলের অবিকল ছায়াছবি
দ্বীনের তরে কে আর এমন
উজাড় করে দিল যা কিছু সবই।।
রাসুলের অনুগত কে আর এমন
রাসুলের প্রিয়তম কে আর এমন
রাসুলের নীতিমালা অটুট রাখে
হিজরতে দ্বিধাহীন দীপ্ত সাহসী
আমাদের চির চেনা কোন সাহাবী।।
রাসুলের জীবনের ব্যাখ্যা তিনি
আমরণ সংগ্রামে সঙ্গী তিনি
রাসুলের রাষ্ট্রের স্থপতি
সন্ধ্যা তারার মত ধ্রুব জ্যোতি
তাঁ হাতে হলো শেষ মিথ্যা বাতেলী
ধোকাবাজ যত সব ভন্ড নবী।।

18)

ধৈর্য্য ধারন করার শক্তি দাওগো মেহেরবান

-মতিউর রহমান মল্লিক

ধৈর্য্য ধারন করার শক্তি দাওগো মেহেরবান
আমায় দাওগো মেহেরবান
বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম।।
আঁধার আমার আলো দিয়ে
কানায় কানায় দাও ভরিয়ে
অন্তর জুড়ে দাওগো প্রভু
ভোরের পাখির গান।।
ফাগুন কেড়ে নেয়া চৈত্র আষাঢ় করে দাও
গাছ গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও
আমার ধু ধু মরুর দেশে
দাওগো জোয়ার ভাটার শেষে
পারাবারের বাউরি বাতাস
আমায় করো দান।।

19)

দাও খোদা দাও

-মতিউর রহমান মল্লিক

দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ
রাশেদার যুগ দাও ফিরায়ে দাও কোরানের রাজ।।
কোটি কোটি মানুষ হেথায় বঞ্চিত রে বঞ্চিত
বাতিল মতের জিন্দানে হায়! লাঞ্চিত রে লাঞ্চিত
জলে স্থলে বিভীষিকা হায়
পশুত্ব আর বর্বরতায়
তাই তো হেথায় আজ কামনা
খোদা তোমার রাজ।।
লাখ শহীদের রক্তে এদেশ রঞ্জিত রে রঞ্জিত
লক্ষ মায়ের বক্ষে ব্যথা সঞ্চিত রে সঞ্চিত
কত ভাই যে হারিয়ে গেল
কত বন্ধু প্রান হারালো
সকল ব্যথা ভুলবো পেলে
খোদা তোমার রাজ।।
আর কত চাও রক্ত খোদা উজাড় এদেশ উজাড় প্রায়
আর কত চাও শহীদ খোদা উজাড় এদেশ উজাড় প্রায়
চাইলে আরো নাওগো আরো
রক্ত সাগর ভরো ভরো
সকল কিছুর বদলাতে দাও
খোদা তোমার রাজ।।

20)

আজ যত প্রয়োজন

-মতিউর রহমান মল্লিক

আজ যত প্রয়োজন গান গজলের
আর যত প্রয়োজন শিল্পীর
তারও চেয়ে প্রয়োজন সংগ্রামী আর
সিংহ সাহসী কর্মীর।।
যে কর্মী কোন বাধা মানেনা
যে কর্মী ভয় কি তা জানেনা
কোরানের দুশমন
যারে দেখে ভয় পায়
দুর্বার দুর্জয় উঁচু শির
আজ শুধু প্রয়োজন সেই কর্মীর।।
তাগুতের সয়লাব দেখে যে
শপথের দাবদাহে বাঁধে বুক
শহীদের ইতিকথা পড়লে মনে
ভুলে যায় আপনার সুখ দুখ।।
যে কর্মী জানেনাকো হতাশা
দূর ঠেলে নিরাশার কুয়াশা
জিহাদের ময়দানে
তৎপর অবিরাম
নির্ভীক বিপ্লবী মহাবীর
আজ শুধু প্রয়োজন সেই কর্মীর।।

21)

মঞ্জিল দূরে নয়

-মতিউর রহমান মল্লিক

মঞ্জিল দূরে নয়
আমাদের সামনে বাধার পাহাড়
সাথে বহে টলমল রক্ত নদী
মঞ্জিল দূরে নয় দুঃসাহসে
কদম কদম পথ চলো যদি।।
সংগ্রাম মুখর এই জীবনে
শপথ তপ্ত করে আগুনে
ঈমানের জ্বালামুখে ঝনঝা এনে
জেহাদের মাঠে চলো সূর্য- সাথী।।
তাকবীর দিকে দিকে ছড়িয়ে
বজ্র বর্ম বুকে জড়িয়ে
জীবনের ঘাটে ঘাটে বহ্নি ঢেলে
জেহাদের মাঠে চলো জংগী সাথী।।
সূর্য যে কথা বলছে
-
মতিউর রহমান মল্লিক
সূর্য যে কথা বলছে
জনতার মনে চেতনার শিখা জ্বলছে
নিশীথের তীরে সূর্য যে কথা বলছে।।
ক্রন্দন ভরা দিন
লাল খুন মাখা ঋন
আগামী দিনের বিজয়ের কথা বলছে।।
সবহারা মানুষের
অম্লান সাহসের
ত্যাগ তিতিক্ষা উদয়ের পথে চলছে।।
শান্তির অম্লান
শ্যামায়িত আরমান-
হেজাজের ঝড়ে বীভৎস বাধা দলছে।।

22)

এসো এসো এসো বুক ভেঙ্গে দেই

-মতিউর রহমান মল্লিক

এসো এসো এসো বুক ভেঙ্গে দেই
সত্যের দুশমন জালিমগুলোর
এসো এসো এসো আজ
হেরার হীরক ঘষে
সোনার স্বর্গ করি ধরণী ধূলোর।
মানুষের প্রভু আজ মানুষ সেজেছে তাই
লাঞ্ছিত মানবতা কাঁদছে
পিশাচের হুংকার তর্জন গর্জন
শংকায় পৃথিবী কাঁপছে।
চারিদিকে মৃত্যুর মহানেশা
দানবিক বিভীষিকা ক্রুর- হ্রেষা
এসো এসো এসো তাই ঘরে ঘরে বিলাই আজ
কপোত কপোত সুর কোরানী আলোর।
শান্তির নামে আজ ধূর্ত মোড়লগুলো
দিকে দিকে দাবানল জ্বালছে
জনপদে অবিরাম মহামারী মড়ক
অসুখের বিষ ঢালছে।
বুভুক্ষ মানুষের হাহাকারে
পৃথিবী পরিণত কারাগারে
এসো এসো এসো তাই তৌহিদী পালতুলে
সমুদ্র পাড়ি দেই অশুভ কালোর।

23)

রহমত বরকত মাগফিরাতে এই মাহে রমজান

-মতিউর রহমান মল্লিক

রহমত বরকত মাগফিরাতে এই মাহে রমজান
সৃষ্টির তরে স্রষ্ঠার এযে শ্রেষ্ঠ অবদান।
শারদুল হতে দ্বীনের পথে
আল্লহর ইশকের মজনু হতে
সুযোগ সুমহান।
রমজান হলো ঢালের মত
রুখবে বিপদ আপদ যত
শক্তি অফুরান।।
রমজান সেতো খোদার তরে
পুরস্কার অকাতরে
দেবেন রহমান।
যাকাত যেমন সব জিনিসের
রোযা তেমন যাকাত দেহের
রাসুলের ফরমান।

24)

দাও খোদা দাও

-মতিউর রহমান মল্লিক

দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ
রাশেদার যুগ দাও ফিরায়ে দাও কোরানের রাজ।।
কোটি কোটি মানুষ হেথায় বঞ্চিত রে বঞ্চিত
বাতিল মতের জিন্দানে হায়! লাঞ্চিত রে লাঞ্চিত
জলে স্থলে বিভীষিকা হায়
পশুত্ব আর বর্বরতায়
তাই তো হেথায় আজ কামনা
খোদা তোমার রাজ।।
লাখ শহীদের রক্তে এদেশ রঞ্জিত রে রঞ্জিত
লক্ষ মায়ের বক্ষে ব্যথা সঞ্চিত রে সঞ্চিত
কত ভাই যে হারিয়ে গেল
কত বন্ধু প্রান হারালো
সকল ব্যথা ভুলবো পেলে
খোদা তোমার রাজ।।
আর কত চাও রক্ত খোদা উজাড় এদেশ উজাড় প্রায়
আর কত চাও শহীদ খোদা উজাড় এদেশ উজাড় প্রায়
চাইলে আরো নাওগো আরো
রক্ত সাগর ভরো ভরো
সকল কিছুর বদলাতে দাও
খোদা তোমার রাজ।।

25)

ইনকিলাবের অস্ত্র মোদের

-মতিউর রহমান মল্লিক

ইনকিলাবের অস্ত্র মোদের
লা ইলাহা ইল্লাল্লাহ
এই কালেমার পথ ধরে
সকল বাধা যাই চিরে
গড়ি সেথায়
বিপ্লবেরই লাল কেল্লা
এই কালেমার বিপ্লবী তাই
ভয় করিনা আর কারো
ভয় করিনা ভয় করিনা
আসুক না ঝড় বান আরো
বদর ওহুদ খন্দকে
জয় এনেছি দশদিকে
জালিম জনের
প্রাসাদ স্বপ্নের
দলে যেতে দেই পাল্লা।।
এই কালেমার ডাক শুনে ভাই
এক নিমিষে বজ্র হই
খোদাদ্রোহীর বক্ষ পানে
অগ্নিচোখে তাকিয়ে রই
এই কালেমাই প্রথম বল
এই কালেমাই শেষ সম্বল
দৃপ্ত পায়ে
কঠোর ঘায়ে
ধ্বংস করি গায়রুল্লাহ।।
এই কালেমাত ঝান্ডা বন্ধু
ওড়াবো ফের বিশ্বময়
এই কালেমার মুজাহিদদের
জয় অভিযান কে ঠেকায়
পড়ু ফেটে পড়ু নিনাদে
চল ছুটে চল জেহাদে
জীবন নেব
জীবন দেব
ভরসা মোদের এক আল্লাহ।।


26)

মুসলিম আমি সংগ্রামী আমি-মতিউর রহমান মল্লিক

মুসলিম আমি সংগ্রামী আমি
আমি চির রণবীর
আল্লাহকে ছাড়া কাউকে মানিনা
নারায়ে তাকবীর
নারায়ে তাকবীর।।
বিপ্লবী আমি চির সৈনিক
চির দুর্জয় চির নির্ভীক
আলকোরানের শমশির আমি
কুটি কুটি করি রাতের ভীড়
নারায়ে তাকবীর।।
কে সে কহে আমি ভেসে গেছি আজ মিথ্যার সয়লাবে
শক্তি আমার দেখিও আবার বাজবে দামামা যবে
আল্লার আমি শক্তি অসীম
আলী হায়দার ইবনে কাশিম
সারা দুনিয়ার সরদার আমি
চির উন্নত উচ্চ শির
নারায়ে তাকবীর।।
মুসলিম জাগে কারবালা শেষে কঠিন শপথ করে
লাখো শহীদের কলিজার দামে নতুন পৃথিবী গড়ে
সেই মুসলিম চির উদ্দাম
তাইতো বজ্র শপথ নিলাম
আল্লাহর রাজ গড়বো এবার
চির শান্তির সুখের নীড়
নারায়ে তাকবীর।।

২৭) 

আগুনের ফুলকিরা এসো জড়ো হই

-মতিউর রহমান মল্লিক-


আগুনের ফুলকিরা এসো জড়ো হই
দাবানল জ্বালবার মন্ত্রে
বজ্রের আক্রোশে আঘাত হানি
মানুষের মন গড়া তন্ত্রে।।
এসো বন্যার খরতেজ মাড়িয়ে
এসো উল্কার ক্ষিপ্রতা ছাড়িয়ে
নির্দয় নির্মম আঘাত হানি
তাগুতের সব ষড়যন্ত্রে।।
তৌহিদী বিপ্লব দিকে দিকে আনো আজ
শান্তির সয়লাব বুকে বুকে দানো আজ।
এসো সত্যের সূর্যটা উদিয়ে
এসো জেহাদের সংগীন উঁচিয়ে
প্রলয়ের হুংকারে ধ্বংস আনি
বাতিলের সব ষড়যন্ত্রে।।



7 মন্তব্য(গুলি):

  1. মাশাআল্লাহ
    একসাথে গান গুলো পেয়ে ভালো লাগছে।

    উত্তরমুছুন
  2. আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লেখা।

    উত্তরমুছুন
  3. আলহামদুলিল্লাহ,,, মতিউর রহমান মল্লিক ভাইয়ের এতগুলো গান একসাথে পেয়ে সত্যি ভালো লাগছে

    উত্তরমুছুন

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

About

About Me

মোট দর্শক

ফেসবুকে আমরা