বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯

,

কেউ কখনো ভুল বুঝে আমাকে

কেউ কখনো ভুল বুঝে আমাকে

কথা- আবু তাহের বেলালসুর ও শিল্পী- মশিউর রহামান


কেউ কখনো ভুল বুঝে আমাকে
মন থেকে দূরে ঠেলে দিওনা
যদি কোন কষ্ট দিয়ে থাকি
সেই কষ্টকে বড় করে নিওনা


আমারো চেতনায় আছে সুন্দর
মালেকের স্বরণে কাঁদে অন্তর
মলিন হতে দেখে সবুজ মিনার
আমারো বুকে জাগে বেদনা

হয়তবা রাজ পথে তোমার সাথে
মুখর থাকিনা ভাই দিবস ও রাতে
অনিবার সারাক্ষণ কথা ও সুরে
দিয়ে যাই শহিদী প্রেরণা


কখন যাবিরে তুই নিজের বাড়ি

গানের লিরিক্সঃ কখন যাবিরে তুই নিজের বাড়ি


কথা ও সুর- বাহলুল করিম

শিল্পী- মশিউর রহমান

কখন যাবিরে তুই নিজের বাড়ি
আমার অবুঝ মন
ভবের হাটের বেচা কেনা
হইলো সমাপন।

আমার আমার ভাবনা করে কাটালি বেলা
দুনিয়াটা দুদিনেরি মিছে মায়ার খেলা
ওরে একে একে ছাড়বে তোরে
স্ত্রী পুত্র জন।।

হারাসনে তুই পাড়ের কড়ি রাখিস যতন করে
দ্বীনের নবী মোস্তফা যে পথ দেখাবে তোরে
ওরে আল্লাহ নামে তাসবিহরে তুই
জ্বপিস সারাক্ষণ।।
,

আল্লাহ ছাড়া মাবুদ নাই

গানের লিরিক্সঃ আল্লাহ ছাড়া মাবুদ নাই

কথা- কবি আসাদ বিন হাফিজ
সুর- মশিউর রহমান 


 আল্লাহ ছাড়া মাবুদ নাই
 রাসূল ছাড়া নেতা নাই
 ইসলাম ছাড়া নাইরে কোন দ্বীন
 এই দ্বীনে আজ হওরে দাখিল-কুল্লু মুসলিমীন। 

 কালেমা ছাড়া ঈমান নাই 
ঈমান ছাড়া আমল নাই
 আমল ছাড়া হয়না কেউ মুমিন 
এই আমলের হওরে পাবন- কুল্লু মুসলিমীন।।

কোরান পড়ো,হাদীস পড়ো 
পড়ো দ্বীনি বই 
ঈমান আনো আমল করো 
নবি করো সই ।

 নইলে বাঁচার উপায় নাই 
কাল হাশরে ধরবেন সাই 
শরিয়ত না মানলে থাকেনা দ্বীন 
 দ্বীনের পথে কাটাও জীবন- কুল্লুমুসলিমিন আল্লাহ।। 

বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯

,

তোমার প্রকৃত চাওয়া পাওয়া কি


গানের লিরিক্সঃ তোমার প্রকৃত চাওয়া পাওয়া কি

কথাঃ আবু তাহের বেলালসুরঃ মশিউর রহমান


তোমার প্রকৃত চাওয়া পাওয়া কি
তোমার প্রকৃত সফলতা কি
একবার শুধু ভেবে দেখ প্রিয়
তারপর দ্বিধাহীন বলো আমাকে-
আখেরাত নাকি এই পৃথিবী শ্রেয়।

মুমিনের জীবনে নেই কিছু হতাশার
দুদিনের সংসারে কিছু নেই হারাবার
ক্ষণিকের পরাজয় ভুলে গিয়ে
সিজদায় আঁখিধারা ঢেলে দিয়ো।

ওহুদের কথা কি মনে নেই তোমাদের
মনে নেই ইতিহাস নবী ও রাসূলের
নতুন করে না হয় আজকে আবার-
খাবাবের কাহিনী পড়ে নিয়ো।



শুনুন শিল্পী মুস্তাফিজুর রহমানের কণ্ঠে

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯

ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়

ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়

কথা ও সুরআব্দুল লতিফ

ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়  
ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায়
ওরা কথায় কথায় শিকল পড়ায় আমাদেরই হাতে পায় ঐ

কইত যাহা আমার দাদায় কইছে তাহা আমার বাবায়
এখন কও দেখি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায় ঐ

সইমু না আর সইমু না,
 অন্য কথা কইমু না
যায় যদি ভাই দিমু স্বাদের জান 
আহা যায় যদি ভাই দিমু স্বাদের জান
এই জানের বদল রাখমু রে ভাই বাপ দাদার জবানের দাম

যে শুইনাছে আমার দেশের গাও গেরামের গান
নানান রঙে নানান রসে ভইরাছে তার প্রাণ। 
যপ-কীর্তনভাসান-জারি
গাজীর গীত আর কবি সারি  
আমার এই বাংলাদেশের বয়াতিরা নাইচা নাইচা কেমন গায়। 

ছোটদের বড়দের সকলের

গানের লিরিক্সঃ ছোটদের বড়দের সকলের

শিল্পীঃ রথীন্দ্রনাথ রায়

ছোটদের বড়দের সকলের 
গরিবের নিঃস্বের ফকিরের
আমার  দেশ সব মানুষেরসব মানুষের।। ঐ 

নেই ভেদাভেদ হেথা চাষা আর চামারে
নেই ভেদাভেদ হেথা কুলি আর কামারে
 হিন্দুমুসলিমবৌদ্ধখ্রিস্টান
দেশমাতা এক সকলের।। ঐ

লাঙলের সাথে আজ চাকা ঘুরে এক তালে
এক হয়ে মিশে গেছি আমারা সে যে কোন প্রাণে
 মসজিদমন্দিরগীর্জার আবাহনে 
বাণী শুনি একই সুরের
চাষাদের মজুরের ফকিরের  ফকিরের নিঃস্বের গরিবের।। ঐ

রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম

গানের লিরিক্সঃ রক্ত দিয়ে নাম লিখেছি  বাংলাদেশের নাম

কথাআবুল কাশেম সন্দীপ  সুরসুজেয় শ্যাম


রক্ত দিয়ে নাম লিখেছি  বাংলাদেশের নাম
মুক্তি ছাড়া তুচ্ছ মোদের  এইজীবনের দাম।।  ঐ

সংকটে আর সংঘাতে, আমরা চলি সব একসাথে  
জীবন মরণ করে সব  লড়ছি অবিরাম।।

রক্ত যখন দিয়েছি আরও রক্ত দেব 
রক্তের প্রতিশোধ মোরা নেবই নেব

ঘরে ঘরে আজ দূর্গ গড়েছি বাংলার সন্তান,সইবনা মোরাসইবনা আর জীবনের অপমান।।  ঐ

জীবন জয়ের গৌরবে, নতুন দিনের সৌরভে
মুক্ত স্বাধীন জীবন গড়া মোদের মনস্কাম ঐ

প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙ্গীন পাখা

গানের লিরিক্সঃ প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙ্গীন পাখা

কথা ও সূরঃ কাজী নজরুল ইসলাম


প্রজাপতি প্রজাপতি প্রজাপতি প্রজাপতি 
কোথায় পেলে ভাই এমন রঙ্গীন পাখা
টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকাবাঁকা।। ঐ 
তুমি টুলটুলে বন-ফুলে মধু খাও
 মোর বন্ধু হয়ে সেই মধু দাও (২বার
ওই পাখা দাও সোনালী-রূপালী পরাগ মাখা।। ঐ 
মোর মন যেতে চায় না পাঠশালাতে 
প্রজাপতিতুমি নিয়ে যাও সাথী করে তোমার সাথে (২বার
তুমি হাইয়ায় নেচে নেচে যাও
আর তোমার মত মোরে আনন্দ দাও (২বার
এই জামা ভাল লাগে না দাও জামা ছবি-আঁকা।। ঐ

মাঝি নাও ছাইরা দে ও মাঝি পাল উড়াইয়া দে

গানের লিরিক্সঃ মাঝি নাও ছাইরা দে  ও  মাঝি পাল উড়াইয়া দে

কথাঃ প্রয়াত এস এম হেদায়েত 
সুরঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল

মাঝি নাও ছাইরা দে  
মাঝি পাল উড়াইয়া দে
গা-রে মাঝি গা কোন গান।। 
 
একদিন তোর নাও মাঝি  ভাসবে
 না রে নীল নদীতে রে
সেদিন তোর গান মাঝি  শুনবে
না কেউ গাইবে না বলে- মাঝি রে কলের নৌকা কাইরা নিবে সুর।। ঐ 

যন্ত্রের নাও ধোঁয়া ছাইরা আঁধার
করল নীল আকাশটারে,
 মাঝি রে- সেদিন তোর নাও মাঝি শূণ্য
হয়ে থাকবে রে পরে- মাঝি রে-  ও চল রে মাঝি যাইরে বহু দূর।। ঐ

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

About

About Me

মোট দর্শক

ফেসবুকে আমরা