মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯

Filled Under: ,

আমার রবের দয়ার কথা গাছ গাছালি জানে

গানের লিরিক্সঃ আমার রবের দয়ার কথা গাছ গাছালি জানে
কথা ও সুরঃ হাসিনুর রব মানু
এলবামঃ শিহরণ
প্রত্যয় শিল্পীগোষ্ঠী রাজশাহী

আমার রবের দয়ার কথা গাছ গাছালি জানে,
চাঁদ সুরুজ ঐ আগের মত নিয়ম কানুন মানে।
(জানি) ক্লান্তি নিয়েও নায়ের মাঝি কোন সুখে দাঁড় টানে (গানে)
ঐ রবেরি গুন গাহিছি আমরা গানে গানে।

পৌষ মাঘে শীত আসে যে হিমেল শাড়ি পরে,
কার ইশারায় পাতা গজায় পুরান পাতা ঝরে ॥
বর্ষাকালে ঝিলে ডোবায় হাজার কোলা ব্যাঙ
কোন সুখেতে গেয়ে উঠে ঘ্যাঙ্গর ঘ্যাঙ্গর ঘ্যাং।

কৃষক শ্রমিক মুটে মাঝি খাটে যে দিন ভরে,
ভেসে আসা আজান শুনে মাঠে নামাজ ধরে ॥
ক্লান্ত চাষীর কর্ণ বেয়ে গড়িয়ে পড়ে ঘাম
তবুও মুখে ফোটে ওঠে প্রভুর গুনগান ।


0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

About

About Me

মোট দর্শক

ফেসবুকে আমরা