মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯

Filled Under:

রক্ত শিমুল তক্ত পলাশ দিল ডাক সুনীল ভোরে

রক্ত শিমুল তক্ত পলাশ দিল ডাক সুনীল ভোরে
শপতের মশাল হাতে ছুটে চল নতুন প্রাতে  
বাজারে বাজারে অগ্নিবীণা প্রাণে প্রাণে প্রান্তরে 

একুশের অমুখ বাণী 
 দিয়াছে সূর্য আনি
  জীবনের অরগ ধোয়া ঐ যে ঐ রুদ্র আকাশ  
ঝরাবোই ঝরাবোই ঝরাবোই স্নিগ্ধ আলো আলো আজি অঝোরে  ঐ

আলোকের বিড়ম্বনা সাবধান সাবধান  
কোটি কোটি মোরা আজ দীপ্ত প্রাণ দীপ্ত প্রাণ দীপ্ত প্রাণ 
স্বাধীন এই বাংলা আমার কোটি প্রাণ শহীদ মিনার
নেবই নেব নেবই নেব নেবই নেব
আমরা মনের মত এই দেশ গড়ে ।। ২বার  ঐ

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

About

About Me

মোট দর্শক

ফেসবুকে আমরা