মা গো ভাবনা কেন?
মা গো ভাবনা কেন? আমরা
তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে
তবু শত্রু এলে অস্ত্র
হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ কর্তে জানি।
আমরা হারব না হারব না/
তোমার মাটির একটি কণাও ছাড়ব না ২বার
আমরা পাঁজর দিয়ে দুর্গ
ঘাটি গড়তে জানি।
ঐ
আমরা অপমান সইব না/ ভিরুর
মত ঘরের কোণে রইব না ২বার
আমরা আকাশ থেকে বজ্র হয়ে
ঝরতে জানি।।
ঐ
আমরা পরাজয় মানব না /দুর্বলতায়
বাঁচতে শুধু জানব না ২বার
আমরা চিরদিনি হাসি মুখে
মরতে জানি ।।
ঐ
এক সাগর রক্তের বিনিময়ে
শিল্পীঃ
স্বপ্না
রায়
/কথাঃ
গোবিন্দ
হালদার
/ সুরঃ
আপেল
মাহমুদ
এক
সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা
তোমাদের ভুলব না। ২বার
দুঃসহ
বেদনার কণ্ঠক পথও বেয়ে শোষণের নাগপাশ ছিঁড়লে যারা।
আমরা
তোমাদের ভুলব না।। ২বার
যুগের
নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির এ বারতা আনলে যারা
আমরা
তোমাদের ভুলব না ভুলব না ভুলব না।।
ঐ
কৃষাণ
কৃষাণীর গানে গানে পদ্মা মেঘনা কলতানে
বাউলের
একতারা তে
আনন্দ
ঝংকারে আনন্দ ঝংকারে
তোমাদের
নাম ঝংকৃত হবে ঝংকৃত হবে ঝংকৃত হবে ঝংকৃত
হবে।
নতুন স্বদেশ গড়ার পথে
/ তোমরা চিরদিন দিশারী
রবে।। ২বার
রক্ত শিমুল তক্ত পলাশ দিল ডাক সুনীল ভোরে
রক্ত শিমুল তক্ত পলাশ দিল ডাক সুনীল ভোরে
(২বার)
শপতের মশাল হাতে ছুটে চল নতুন প্রাতে (২বার)
বাজারে বাজারে অগ্নিবীণা প্রাণে প্রাণে প্রান্তরে ।
একুশের অমুখ বাণী / দিয়াছে সূর্য আনি (২বার)
জীবনের অরগ ধোয়া ঐ যে ঐ রুদ্র আকাশ (২বার)
ঝরাবোই ঝরাবোই ঝরাবোই স্নিগ্ধ আলো আলো আজি অঝোরে। ঐ
আলোকের বিড়ম্বনা সাবধান সাবধান /
কোটি কোটি মোরা আজ দীপ্ত প্রাণ দীপ্ত প্রাণ দীপ্ত প্রাণ (২বার)
স্বাধীন এই বাংলা আমার কোটি প্রাণ শহীদ মিনার
নেবই নেব নেবই নেব নেবই নেব
আমরা মনের মত এই দেশ গড়ে ।। ২বার ঐ
আমরা করব জয়
আমরা
করব জয় একদিন
আহা
বুকের গভীরে আছে প্রত্যয় /
আমরা
করব জয় একদিন।।
একদিন
সূর্যের ভোর একদিন স্বপ্নের ভোর
একদিন
সত্যের ভোর আসবেই
এই
মনে আছে বিশ্বাস, আমরা
করি বিশ্বাস
সত্যের
ভোর আসবে একদিন।। ঐ
পৃথিবীর
মাটি হবে মধুময়,বাতাস
হবে মধুময়
আকাশ
হবে মধুময় একদিন
এই
মনে আছে বিশ্বাস,আমরা
করি বিশ্বাস
আকাশ
হবে মধুময় একদিন।। ঐ
আর
নয় ধ্বংসের গান জনতার ঐক্যতান
সৃষ্টির
শুরু হবে গান একদিন
এই
মনে আছে বিশ্বাস,আমরা
করি বিশ্বাস
সৃষ্টির শুরু হবে গান
একদিন।। ঐ
তীর হারা এই ঢেউয়ের সাগর
গীতিকার ও সুরকারঃ
আপেল
মাহমুদ
তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব
রে (২বার)
আমরা কয়জন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে।। ঐ
জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে/
জীবনের স্বাদ নাহি পাই, (ও ও ও ) ২বার
ঘর বাড়ি ঠিকানা নাই,দিন রাত্রি জানা নাই,চলার সীমানা সঠিক নাই
জানি শুধু চলতে হবে এ তরী বাইতে হবে (২বার) /
আমি যে সাগর মাঝি রে। ঐ
জীবনের রঙে মন কে টানে না,ফুলের ঐ গন্ধ কেমন জানি না, জানি না/
জোসনার দৃশ্য চোখে পড়ে না,না না না তাঁরা তো ভুলে কবু ডাকে না (২বার)
বৈশাখেরও রুদ্ধ ঝরে আকাশ যখন ভেঙে পড়ে
ছেড়া পাল আরও ছিরে যায় (ও ও ও) ২বার
হাতছানি দেয় বিদ্যুৎ আমায়, হটাত কে যে শঙ্ক শোনায়
দেখি ঐ ভোরের পাখি গায়।
তবু তরী বায়তে হবে, খেয়া পার দিতেই হবে যতই ঝর উঠুক সাগরে।। ঐ
জন্ম আমার ধন্য হল
শিল্পীঃ সাবিনা ইয়াসমীন
গীতিকারঃ নঈম গওহর
সুরকারঃ আজাদ রহমান
গীতিকারঃ নঈম গওহর
সুরকারঃ আজাদ রহমান
জন্ম
আমার ধন্য হল (২বার) মা গো
এমন
করে আকুল হয়ে আমায় তুমি ডাক
তোমার
কথায় হাসতে পারি
তোমার
কথায় কাঁদতে পারি
মরতে
পারি তোমার বুকে ২বার
বুকেই
যদি রাখ আমায় (২বার) মা গো
এমন
করে আকুল হয়ে আমায় যদি ডাক।।
তোমার
কথায় কথা বলি পাখির গানের মত/
তোমার
দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত (২বার)
তুমি
আমার.........তুমি আমার খেলার পুতুল-
আমার
পাশেই থাকো মা গো, আমার
পাশেই থাকো মা গো।।
তোমার
প্রেমে তোমার গন্ধে পরান ভরে রাখি/
এইতো
আমার জীবন মরণ এমনি যেন থাকি (২বার)
বুকে তোমার...বুকে তোমার
ঘুমিয়ে গেলে
জাগিয়ে দিওনাকো, আমায়
জাগিয়ে দিও নাকো মা গো।।
সোনা সোনা সোনা
কথা ও সুর: আব্দুল লতিফ
সোনা সোনা সোনা লোকে বলে
সোনা / সোনা নয় তত খাঁটি
বল যত খাঁটি তার চেয়ে
খাঁটি
বাংলাদেশের মাটি আমার
জন্ম ভুমির মাটি।।
জন-ধন বল যত ধনও দুনিয়াতে /
হয়কি তুলনা বাংলার কারো
সাথে (২বার)
কত মার ধন মানিক রতন
/ কত জ্ঞানি গুনি কত মহাজন (২বার)
এনেছি আলোর সূর্য এখানে আঁধারের
পথ কাঁটি।।
ঐ
এই মাটি তলে ঘুমায়েছে
অবিরাম / রফিক শফিক বরকত কত নাম২
কত তিতুমির কত ঈসা খান / দিয়েছে
জীবন দেয়নি তো মান(২বার)
রক্ত সহ্যা পাতিয়া এখানে ঘুমায়েছে
পরিপাটি।
ঐ
ওরা আমার মুখের ভাষা
কথা
ও সুর: আব্দুল
লতিফ
ওরা
আমার মুখের ভাষা কাইরা নিতে চায় (২বার)
ওরা
কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায়
ওরা
কথায় কথায় শিকল পড়ায় আমাদেরই হাতে পায়।
ঐ
কইত
যাহা আমার দাদায় কইছে তাহা আমার বাবায় (২বার)
এখন
কও দেখি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায়।
ঐ
সইমু
না আর সইমু না, অন্য
কথা কইমু না /
যায়
যদি ভাই দিমু স্বাদের জান / আহা যায় যদি ভাই দিমু স্বাদের জান।
এই
জানের বদল রাখমু রে ভাই বাপ দাদার জবানের দাম।
যে
শুইনাছে আমার দেশের গাও গেরামের গান/
নানান
রঙে নানান রসে ভইরাছে তার প্রাণ (২বার)।
যপ-কীর্তন, ভাসান-জারি, গাজীর গীত আর কবি সারি ২বার
আমার এই বাংলাদেশের বয়াতিরা
নাইচা নাইচা কেমন গায় (২বার) ঐ
মোরা একটি ফুল কে বাঁচাব বলে
মোরা একটি ফুল কে বাঁচাব বলে যুদ্ধ করি
মোরা একটি মুখের হাসির জন্য অশ্র ধরি ।।
যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা
যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা
যে দেশের নীল অম্বরে মন মেলছে পাখা
সারা টি জনম সে মাটির দানে বক্ষ ভরি।। ঐ
মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি
মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি
মোরা একখানা ভাল ছবির জন্য যুদ্ধ করি
মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি।। ঐ
যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে
যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভোলে
যে গৃহে কপত সুখ স্বর্গের দুয়ার খোলে
সে শান্তির শিবির বাঁচাতে শপথ করি। ঐ
সালাম সালাম
গীতিকারঃ
ফজল-এ-খোদা
।
সুরকার
ও শিল্পীঃ মোহাম্মদ
আবদুল
জব্বার
সালাম সালাম হাজার সালাম , সকল শহীদ স্মরণে
আমার হৃদয় রেখে যেতে চাই, তাদের স্মৃতির চরণে।।
মায়ের ভাষায় কথা বলাতে,
স্বাধীন আশায় পথ চলাতে(২বার)
হাসিমুখে যারা দিয়ে গেল প্রাণ,সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান
তাদের বিজয় মরণে।। ঐ
হাসিমুখে যারা দিয়ে গেল প্রাণ,সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান
তাদের বিজয় মরণে।। ঐ
ভাইয়ের বুকের রক্তে আজি,রক্ত মশাল জ্বলে দিকে দিকে(২বার)
সংগ্রামী আজ মহাজনতা,কন্ঠে তাদের নব বারতা
শহীদ ভাইয়ের স্মরণে।। ঐ
সংগ্রামী আজ মহাজনতা,কন্ঠে তাদের নব বারতা
শহীদ ভাইয়ের স্মরণে।। ঐ
বাংলাদেশের লাখো বাঙালি,জয়ের নেশায় আনে ফুলের ডালি
(২বার)
আলোর দেয়ালি ঘরে ঘরে জ্বালি, ঘুচিয়ে মনের আঁধার কালি
শহীদ স্মৃতি বরণে।। ঐ
আলোর দেয়ালি ঘরে ঘরে জ্বালি, ঘুচিয়ে মনের আঁধার কালি
শহীদ স্মৃতি বরণে।। ঐ
যদি রাত পহালে শোনা যেত
যদি রাত পহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই
যদি রাজ পথে আবার মিছিল হত বঙ্গবন্ধুর মুক্তি চাই মুক্তি চাই
তবে বিশ্ব পেত এক মহান নেতা / আমরা পেতাম ফিরে জাতীর পিতা।ঐ
যে মানুষ ভিরু কা-পুরুষের মত / করে নি তো কখন মাথা নত (২বার)
এনে দিল হায়ানার ছোবল থেকে, আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা স্বাধীনতা। ঐ
কে আছে বাঙ্গালী তার সম তুল্য / ইতিহাস একদিন দেবে তার মুল্য (২বার)
সত্য কে মিথ্যার আড়াল করে, যায় কি রাখা কখন তা
কখন তা কখন তা ঐ
শোনো, একটি মুজিবরের থেকে
কথা: গৌরী
প্রসন্ন
মজুমদার / সুর: অংশুমান
রায়
শোনো,
একটি
মুজিবরের
থেকে
লক্ষ মুজিবরের
কন্ঠস্বরের
ধ্বনি,প্রতিধ্বনি
আকাশে বাতাসে ওঠে রণি। বাংলাদেশ আমার বাংলাদেশ।।
আকাশে বাতাসে ওঠে রণি। বাংলাদেশ আমার বাংলাদেশ।।
সেই
সবুজের
বুক
চেরা
মেঠো
পথে, আবার এসে
ফিরে
যাবো
আমার
হারানো বাংলাকে
আবার
তো
ফিরে
পাবো।
শিল্পে কাব্যে কোথায় আছে হায় রে, এমন সোনার দেশ।। ঐ
শিল্পে কাব্যে কোথায় আছে হায় রে, এমন সোনার দেশ।। ঐ
বিশ্বকবির
সোনার
বাংলা,
নজরুলের
বাংলাদেশ,
জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেইকো শেষ, বাংলাদেশ।
জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেইকো শেষ, বাংলাদেশ।
‘জয় বাংলা’ বলতে মনরে আমার এখনো কেন ভাবো,
আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো,
অন্ধকারে পুবাকাশে উঠবে আবার দিনমণি।। ঐ
আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো,
অন্ধকারে পুবাকাশে উঠবে আবার দিনমণি।। ঐ
ছোটদের বড়দের সকলের
শিল্পীঃ
রথীন্দ্রনাথ
রায়
ছোটদের বড়দের সকলের
/ গরিবের নিঃস্বের ফকিরের
আমার এ দেশ সব মানুষের, সব মানুষের।। ঐ
নেই ভেদাভেদ হেথা চাষা আর চামারে/
নেই ভেদাভেদ হেথা কুলি আর কামারে। (২বার)
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, দেশ মাতা এক সকলের।। ঐ
লাঙলের সাথে আজ চাকা ঘুরে এক তালে
এক হয়ে মিশে গেছি আমারা সে যে কোন প্রাণে। (২বার)
মসজিদ, মন্দির, গীর্জার আবাহনে / বাণী শুনি একই সুরের।
আমার এ দেশ সব মানুষের, সব মানুষের।। ঐ
নেই ভেদাভেদ হেথা চাষা আর চামারে/
নেই ভেদাভেদ হেথা কুলি আর কামারে। (২বার)
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, দেশ মাতা এক সকলের।। ঐ
লাঙলের সাথে আজ চাকা ঘুরে এক তালে
এক হয়ে মিশে গেছি আমারা সে যে কোন প্রাণে। (২বার)
মসজিদ, মন্দির, গীর্জার আবাহনে / বাণী শুনি একই সুরের।
চাষাদের মজুরের ফকিরের
/ ফকিরের নিঃস্বের গরিবের।। ঐ
মাঝি নাও ছাইরা দে
কথাঃ প্রয়াত
এস
এম
হেদায়েত / সুরঃ আহমেদ
ইমতিয়াজ
বুলবুল
মাঝি নাও ছাইরা দে
/ ও মাঝি পাল উড়াইয়া দে
গা-রে মাঝি গা কোন গান।।
একদিন তোর নাও মাঝি / ভাসবে না রে নীল নদীতে রে
সেদিন তোর গান মাঝি / শুনবে না কেউ গাইবে না বলে-
ও মাঝি রে, ও কলের নৌকা কাইরা নিবে সুর।। ঐ
যন্ত্রের নাও ধোঁয়া ছাইরা / আঁধার করল নীল আকাশটারে,
গা-রে মাঝি গা কোন গান।।
একদিন তোর নাও মাঝি / ভাসবে না রে নীল নদীতে রে
সেদিন তোর গান মাঝি / শুনবে না কেউ গাইবে না বলে-
ও মাঝি রে, ও কলের নৌকা কাইরা নিবে সুর।। ঐ
যন্ত্রের নাও ধোঁয়া ছাইরা / আঁধার করল নীল আকাশটারে,
ও মাঝি রে- সেদিন
তোর নাও মাঝি
/ শূণ্য হয়ে থাকবে রে পরে-
ও মাঝি রে- ও চল রে মাঝি যাইরে বহু দূর।। ঐ
ও মাঝি রে- ও চল রে মাঝি যাইরে বহু দূর।। ঐ
প্রজাপতি প্রজাপতি
কথা ও সূরঃ কাজী নজরুল ইসলাম
প্রজাপতি প্রজাপতি
প্রজাপতি প্রজাপতি
কোথায় পেলে ভাই এমন রঙ্গীন পাখা
টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকাবাঁকা।। ঐ
তুমি টুলটুলে বন-ফুলে মধু খাও / মোর বন্ধু হয়ে সেই মধু দাও (২বার)
ওই পাখা দাও সোনালী-রূপালী পরাগ মাখা।। ঐ
মোর মন যেতে চায় না পাঠশালাতে /
প্রজাপতি, তুমি নিয়ে যাও সাথী করে তোমার সাথে। (২বার)
তুমি হাইয়ায় নেচে নেচে যাও /
টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকাবাঁকা।। ঐ
তুমি টুলটুলে বন-ফুলে মধু খাও / মোর বন্ধু হয়ে সেই মধু দাও (২বার)
ওই পাখা দাও সোনালী-রূপালী পরাগ মাখা।। ঐ
মোর মন যেতে চায় না পাঠশালাতে /
প্রজাপতি, তুমি নিয়ে যাও সাথী করে তোমার সাথে। (২বার)
তুমি হাইয়ায় নেচে নেচে যাও /
আর তোমার মত মোরে আনন্দ দাও
(২বার)
এই জামা ভাল লাগে না দাও জামা ছবি-আঁকা।। ঐ
এই জামা ভাল লাগে না দাও জামা ছবি-আঁকা।। ঐ
রক্ত দিয়ে নাম লিখেছি
কথা:
আবুল
কাশেম
সন্দীপ / সুর:
সুজেয়
শ্যাম
রক্ত দিয়ে নাম লিখেছি
/ বাংলাদেশের নাম
মুক্তি ছাড়া তুচ্ছ মোদের / এই জীবনের দাম।। ঐ
মুক্তি ছাড়া তুচ্ছ মোদের / এই জীবনের দাম।। ঐ
সংকটে আর সংঘাতে, আমরা
চলি সব একসাথে (২বার)
জীবন মরণ করে সব / লড়ছি অবিরাম।।
জীবন মরণ করে সব / লড়ছি অবিরাম।।
রক্ত যখন দিয়েছি আরও রক্ত দেব
/
রক্তের প্রতিশোধ মোরা নেবই নেব (২বার)
ঘরে ঘরে আজ দূর্গ গড়েছি বাংলার সন্তান,
সইবনা মোরা, সইবনা আর জীবনের অপমান।। ঐ
রক্তের প্রতিশোধ মোরা নেবই নেব (২বার)
ঘরে ঘরে আজ দূর্গ গড়েছি বাংলার সন্তান,
সইবনা মোরা, সইবনা আর জীবনের অপমান।। ঐ
জীবন জয়ের গৌরবে, নতুন
দিনের সৌরভে
(২বার)
মুক্ত স্বাধীন জীবন গড়া মোদের মনস্কাম। ঐ
মুক্ত স্বাধীন জীবন গড়া মোদের মনস্কাম। ঐ
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন