মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯

Filled Under:

সোনা সোনা সোনা লোকে বলে সোনা

সোনা সোনা সোনা লোকে বলে সোনা  

কথা ও সুরআব্দুল লতিফ

সোনা সোনা সোনা লোকে বলে সোনা  
সোনা নয় তত খাঁটি
বল যত খাঁটি তার চেয়ে খাঁটি
বাংলাদেশের মাটি আমার জন্ম ভুমির মাটি।।

জন-ধন বল যত ধনও  দুনিয়াতে
হয়কি তুলনা বাংলার কারো সাথে
কত মার ধন মানিক রতন
 কত জ্ঞানি গুনি কত মহাজন
এনেছি আলোর সূর্য এখানে আঁধারের পথ কাঁটি।।  ঐ

এই মাটি তলে ঘুমায়েছে অবিরাম
রফিক শফিক বরকত কত নাম
কত তিতুমির কত ঈসা খান 
দিয়েছে জীবন দেয়নি তো মান
রক্ত সহ্যা পাতিয়া এখানে ঘুমায়েছে পরিপাটি  

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

About

About Me

মোট দর্শক

ফেসবুকে আমরা