মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯

Filled Under:

মোরা একটি ফুল কে বাঁচাব বলে যুদ্ধ করি

গানের লিরিক্সঃ মোরা একটি ফুল কে বাঁচাব বলে যুদ্ধ করি

মূল শিল্পীঃ আব্দুল জাব্বার 

মোরা একটি ফুল কে বাঁচাব বলে যুদ্ধ করি
মোরা একটি মুখের হাসির জন্য অশ্র ধরি ।।
যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা
যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা
যে দেশের নীল অম্বরে মন মেলছে পাখা
সারা টি জনম  সে মাটির দানে বক্ষ ভরি।। ঐ
মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি
মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি
মোরা একখানা ভাল ছবির জন্য যুদ্ধ করি
মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি।। ঐ
যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে
যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভোলে
যে গৃহে কপত সুখ স্বর্গের দুয়ার খোলে
সে শান্তির শিবির বাঁচাতে শপথ করি ঐ

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

About

About Me

মোট দর্শক

ফেসবুকে আমরা